জুয়ার টাকা না পেয়ে উন্মত্ত ছেলের কাণ্ড: নিজ ঘরে আগুন
রাজশাহীর পুঠিয়ায় জুয়ার টাকা না দেওয়ায় নিজের বাড়িতে আগুন দিল সোহান আলী (৩০) নামে এক যুবক।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টার সময় ওই ঘটনা ঘটে।
সোহান উপজেলা সদরের রাজবাড়ী এলাকার টাওয়ার পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে। তার বাবা একই এলাকার বাজারের খুচরা পান-সুপারি বিক্রেতা ও পুঠিয়া বাজার মসজিদের খাদেম।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সকালে সোহান তার পিতার কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় টাকা দিতে না পারায় নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন ছেলে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে সোহানের পিতা ফজলুর রহমান বলেন, আমার ছেলে মোবাইলে জুয়া খেলে। এর আগে কয়েকবার টাকা দিয়ে তাকে উদ্ধার করেছি। আজকে আবার টাকা চাইলে আমি দেইনি। শুনেছি কোথাও আবার জুয়া খেলে টাকা ঋণ করে রেখেছে। আমি মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করি। এত টাকা কেমনে দেবো? তাই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সোহানের মা জানান, আমাকে বাঁশ দিয়ে মেরে পাশের বাড়িতে রেখে আসে তারপর সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
প্রতিবেশী অঞ্জলি দাস বলেন, সোহান তার মাকে আমার বাসায় রেখে যায় আর বলতে থাকে বাসায় আগুন ধরিয়ে দিব সব পুড়িয়ে ফেলবো। এই কথা বলতে বলতে কিছুক্ষণের ভিতরে দেখি চারদিকে আগুনের ধোঁয়া। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে যায়। তবে তাদের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আজকে এই ধরনের ঘটনা নিয়ে কেউ থানায় আসেনি। আমি বিষয়টি বলতে পারব না।