বিএনপির আপত্তি: ৭১ ও ২৪ কে এক কাতারে দেখানো সমীচীন নয়
বিএনপির আপত্তি: ৭১ ও ২৪ কে এক কাতারে দেখানো সমীচীন নয়
জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একই কাতারে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে সংবিধান সংশোধন নিয়ে লিখিত মতামত জমা দেয় বিএনপি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে
২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে একসঙ্গে রাখা হয়েছে, যা তাদের মতে উপযুক্ত নয়। বিএনপি মনে করে, সংবিধানের আগের প্রস্তাবনাই বহাল থাকা উচিত এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে সংবিধানের অন্য কোথাও উল্লেখ করা যেতে পারে।
এছাড়া, বিএনপি নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো সংক্রান্ত সুপারিশের বিরোধিতা করেছে। এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মত দিয়েছে তারা, যাতে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। ৩৭টি দলকে চিঠি পাঠিয়ে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংক্রান্ত ১৬৬টি সুপারিশের ওপর
মতামত চাওয়া হয়। সংলাপের প্রথম দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২০টি সুপারিশে একমত পোষণ করে, আর দ্বিতীয় দিন খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা অংশ নেন।