সুলতানি আমলের আদলে ঢাকায় হবে ঈদ মিছিল: আসিফ মাহমুদ
সুলতানি আমল ও ব্রিটিশ শাসনামলে ঢাকাবাসীর ঈদ উৎসবে ছিল বর্ণাঢ্য ঈদ মিছিলের বিশেষ আয়োজন। এই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৩ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ লেখেন, “আমাদের ঈদে উৎসবের আমেজ অনেকটাই কমে গেছে। টিভি প্রোগ্রাম দেখা কিংবা ঘুমিয়ে দিন কাটানোর মধ্যেই সীমাবদ্ধ ঈদ উদযাপন। ঈদের জামাত ছাড়া নগরজীবনে আর কোনো বড়ো আয়োজন চোখে পড়ে না।”
তিনি জানান, এবারের ঈদে নগরবাসীর জন্য বাড়তি আনন্দ দিতে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুলতানি ও ব্রিটিশ আমলের এই উৎসবকে আধুনিকভাবে সাজিয়ে পুনরুজ্জীবিত করা হবে।
আয়োজনের পরিকল্পনা:
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জামাতের পর ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল বের হবে, যা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে।
ঈদগাহ মাঠের আশপাশে গ্রামের মেলার আদলে দিনব্যাপী মেলা আয়োজন করা হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ আশ্বস্ত করেন, এই আনন্দ মিছিলের প্রতিটি আয়োজন ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, নতুন বাংলাদেশে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। আগাম ঈদ মোবারক!”