০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেলবোর্নের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশি ১০ প্রতিষ্ঠান

নাগরিক বার্তা অনলাইন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলবোর্ন কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ১০টি প্রতিষ্ঠান।

সিডনিতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাকসামগ্রী প্রদর্শন করছে ৮টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া, ব্যক্তিগত উদ্যোগে আরও দুটি তৈরি পোশাক প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।

গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রফতানি সামগ্রী প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ।

প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৪৫০টি উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে প্রতি বছর দু’বার এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি পণ্য প্রদর্শন, নতুন বাজার অনুসন্ধান এবং পারস্পরিক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রফতানি পণ্যের প্রায় ৯৩ শতাংশই তৈরি পোশাক। বর্তমানে বাংলাদেশ দেশটির ৩৮তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৬৭ বার পড়া হয়েছে

মেলবোর্নের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশি ১০ প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলবোর্ন কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ১০টি প্রতিষ্ঠান।

সিডনিতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাকসামগ্রী প্রদর্শন করছে ৮টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া, ব্যক্তিগত উদ্যোগে আরও দুটি তৈরি পোশাক প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।

গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রফতানি সামগ্রী প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ।

প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৪৫০টি উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে প্রতি বছর দু’বার এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি পণ্য প্রদর্শন, নতুন বাজার অনুসন্ধান এবং পারস্পরিক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রফতানি পণ্যের প্রায় ৯৩ শতাংশই তৈরি পোশাক। বর্তমানে বাংলাদেশ দেশটির ৩৮তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।