মালয়েশিয়ায় বাংলাদেশি নিহত, হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচজনকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। এর আগে, সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল আসে, যেখানে মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়।
খবর পাওয়ার পর পুলিশ ও শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে। সেখানে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত করেন, মাথা, শরীর ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, যিনি ওই মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত সুপারভাইজার ও তার এক কর্মচারীর মধ্যে বেতন পরিশোধে বিলম্ব নিয়ে তর্ক হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে, তাকে মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কেউই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের মাদক পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।
মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত চলছে এবং সন্দেহভাজনদের ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।