বাসায় হামলা, অভিনেতা আজাদসহ আহত তিনজন
সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ ঘটনায় আহত হয়েছেন তার মা আজিজুন্নাহার ও স্ত্রী রোকসানা হক। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।
তিনি জানান, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে ভোরেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এমআরআই করা হয়েছে এবং আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানান তিনি।
তপু খান আরও বলেন, আজাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে দুজন সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হামলা চালায়। ঘরে ভাঙচুর চালানোর পর ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, দুজন ডাকাত বাড়িতে ঢুকলেও বাইরে আরও কয়েকজন অপেক্ষা করছিল বলে ধারণা করছেন তারা।