নোয়াখালীতে ১৩ অবৈধ ইটভাটা উচ্ছেদ, মালিকদের ১১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অবৈধভাবে পরিচালিত ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে মালিকদের বিরুদ্ধে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব ইটভাটা বন্ধ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানের বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে এ অভিযান পরিচালিত হয়।
✅ হাতিয়া উপজেলায় ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ✅ সুবর্ণচর উপজেলায় ৩টি ইটভাটা বন্ধ করে ৫ লাখ টাকা জরিমানা ✅ কবিরহাট উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা জরিমানা ✅ কোম্পানীগঞ্জ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা ✅ বেগমগঞ্জ উপজেলায় ১টি ইটভাটা বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা ✅ সেনবাগ উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
অভিযানে নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সহযোগিতা করেছে।
প্রশাসনের বক্তব্য
নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, নিষিদ্ধ স্থানে ইটভাটা পরিচালনার কারণে এগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।