০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী যাত্রীর চড় খেয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ!

নাগরিক বার্তা অনলাইন

বলিউডের কিং শাহরুখ খান, যার কোটি কোটি নারী ভক্ত। কিন্তু ভাবা যায়, সেই শাহরুখকেই এক নারী চড় মেরেছিলেন!
অবিশ্বাস্য হলেও ঘটনাটি জানিয়েছেন খোদ শাহরুখ। যদিও তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের ঘটনা এটি।

‘জিরো’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখ ঘটনার বিস্তারিত বলেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বাইতে এসেছিলেন?’ উত্তরে শাহরুখ খান জানান, ‘ট্রেনে’।

তখন শাহরুখ প্রথমবার নিজের শহর দিল্লি থেকে ক্যারিয়ারের জন্য মুম্বাই যান। আর সেদিনই ঘটে এই অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেশ সচেতন। সবার মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন।
কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সবাকেই বলছিলেন এখানে বসা যাবে না, কারণ এই আসন তার। অনেকেই তাকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।

কিছুক্ষণ পরে এক নারী তার আসনে বসতে আসেন। তখন শাহরুখ ওই নারীর জন্য নিজের আসনও ছেড়ে দেন। তবে জানিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তার আসন। আর এ কথা বলতেই শাহরুখের গালে চড় মারেন ওই নারী!

শাহরুখ কিছুই বুঝতে পারেন না, হতভম্ব হয়ে পড়েন। তখন তাকে জানানো হয়, ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনো আসনই আর তখন কারো সংরক্ষিত থাকে না। জায়গা থাকলে সবাই এসে সেখানে বসতে পারেন। পরে নিজের ভুল বুঝতে পারেন বলিউডের বাদশা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৭৫ বার পড়া হয়েছে

নারী যাত্রীর চড় খেয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ!

আপডেট সময় : ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

বলিউডের কিং শাহরুখ খান, যার কোটি কোটি নারী ভক্ত। কিন্তু ভাবা যায়, সেই শাহরুখকেই এক নারী চড় মেরেছিলেন!
অবিশ্বাস্য হলেও ঘটনাটি জানিয়েছেন খোদ শাহরুখ। যদিও তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের ঘটনা এটি।

‘জিরো’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখ ঘটনার বিস্তারিত বলেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বাইতে এসেছিলেন?’ উত্তরে শাহরুখ খান জানান, ‘ট্রেনে’।

তখন শাহরুখ প্রথমবার নিজের শহর দিল্লি থেকে ক্যারিয়ারের জন্য মুম্বাই যান। আর সেদিনই ঘটে এই অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেশ সচেতন। সবার মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন।
কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সবাকেই বলছিলেন এখানে বসা যাবে না, কারণ এই আসন তার। অনেকেই তাকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।

কিছুক্ষণ পরে এক নারী তার আসনে বসতে আসেন। তখন শাহরুখ ওই নারীর জন্য নিজের আসনও ছেড়ে দেন। তবে জানিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তার আসন। আর এ কথা বলতেই শাহরুখের গালে চড় মারেন ওই নারী!

শাহরুখ কিছুই বুঝতে পারেন না, হতভম্ব হয়ে পড়েন। তখন তাকে জানানো হয়, ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনো আসনই আর তখন কারো সংরক্ষিত থাকে না। জায়গা থাকলে সবাই এসে সেখানে বসতে পারেন। পরে নিজের ভুল বুঝতে পারেন বলিউডের বাদশা।