ডেঙ্গুর থাবা শিথিল? টানা ১১ দিন মৃত্যুহীন, ভর্তি ৫
ডেঙ্গুতে টানা ১১ দিন মৃত্যু নেই, হাসপাতালে নতুন ৫ রোগী
প্রতিনিধির নাম
ঢাকাসহ সারাদেশে টানা ১১ দিন ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৭ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আগের দিন এ সংখ্যা ছিল ৯।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১,২৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ জন এবং ঢাকার বাইরে ৫২ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১,১৫৩ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।