চট্টগ্রাম বন্দরে সাবেক এমপিদের ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে
চট্টগ্রাম বন্দরে পড়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের (এমপি) ২৪টি গাড়িসহ মোট ৪৪টি বিলাসবহুল গাড়ি। এগুলো আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিলামে তোলা হবে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগ্রহীরা চট্টগ্রাম কাস্টমসের ওয়েবসাইটে প্রবেশ করে রবিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দরপত্র দাখিল করতে পারবেন। পরবর্তী দিন, সোমবার দুপুর ২টায় দরপত্রের বাক্স খোলা হবে।
এর আগে, ২৭ জানুয়ারি থেকে অনলাইনে দরপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছিল। গত ২-৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা গাড়িগুলো দেখতে পেয়েছেন।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৪৪টি গাড়ির মধ্যে রয়েছে ২৬টি জাপানের তৈরি ল্যান্ড ক্রুজার, ৫টি টয়োটা হ্যারিয়ার, ২টি টয়োটা র্যাভ ফোর, ১টি টয়োটা এস্কোয়ার এবং ১০টি চীনের তৈরি হেভি ডিউটি সিনো ডাম্পট্রাক। এর মধ্যে ২৪টি নতুন ল্যান্ড ক্রুজার শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিরা এনেছিলেন।
নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যরা আছেন, যাদের গাড়ি নিলামে তোলা হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান ওমর, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, অনুপম শাহজাহান জয় এবং আরও অনেকে।
গাড়িগুলোর সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করেছে কাস্টমস। এছাড়া, ২৫ শতাংশ করসহ ন্যূনতম মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা পড়বে।
নিলামে প্রথম দফায় ৬০ শতাংশ বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এই গাড়িগুলো কিনতে পারবেন।