নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে ডিজিটাল পরিসরে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকরী কিছু পরামর্শ জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান, ভিসা।
বিশ্বব্যাপী অনলাইন জালিয়াতি ও তথ্যচুরির ঘটনা ক্রমশ বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা গ্রাহকদের আরও সচেতন করতে এবং সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে উদ্যোগ নিয়েছে, যাতে তারা নিজেদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারেন।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমরা প্রতিনিয়ত ডিজিটাল নির্ভরশীল হয়ে পড়ছি, আর এর সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। তারা নতুন কৌশলে তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে ভিসা সাধারণ গ্রাহক ও কার্ডহোল্ডারদের ডিজিটাল পরিসরে তথ্য সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে অবহিত করছে।’
ভিসার গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ:
🔹 বায়োমেট্রিক সুরক্ষা ব্যবহার করুন – ফোন বা ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন সক্রিয় করুন, যা পাসওয়ার্ডের তুলনায় বেশি নিরাপদ।
🔹 শুধুমাত্র নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করুন – ওয়েবসাইটের ঠিকানা “https://” দিয়ে শুরু হয়েছে কি না তা যাচাই করুন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া তৃতীয় পক্ষের উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।
🔹 প্রাইভেসি পলিসি পড়ুন – কোনো প্ল্যাটফর্মে তথ্য শেয়ার করার আগে তাদের গোপনীয়তা নীতিমালা পড়ুন ও বুঝুন।
🔹 প্রতারিত হলে দ্রুত ব্যবস্থা নিন – সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক বা পেমেন্ট সেবাদাতার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
এই পরামর্শ অনুসরণ করলে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ হবে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাহকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলে মনে করে ভিসা।